রবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এক ম্যাচে ১৯টি নো বল দিলেন বাংলাদেশের স্পিনার

প্রতিবেদক
alltimeBDnews24
ডিসেম্বর ২৪, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হয় সিলেট। ম্যাচটিতে সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র দুই ইনিংস মিলিয়ে নো বল দিয়েছেন ১৯টি! প্রথম ইনিংসে ১৩ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এনামুল। এ ১৩ ওভারে নো বল দেন ছয়টি। পরের ইনিংসে ৪১ ওভার বোলিং করে নো বল ১৩ টি। ১৩১ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট।

এবারের আসরে তিন ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন এনামুল হক। সব মিলিয়ে এনামুল হক নো বল করেছেন ৩৭টি। চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেছিলেন এ বাঁহাতি স্পিনার। নো বল করেছিলেন ১৫টি।  প্রথম ইনিংসে ৩৪ ওভার বোলিং করে ৬টি নো বল। পরের ইনিংসে ২১ ওভারে নো বল দেন ৯টি।

জাতীয় ক্রিকেট লিগের নিয়মিত মুখ এনামুল হক জুনিয়র বাংলাদেশের হয়ে খেলেছেন ১৫ টি টেস্ট ও ১০টি ওয়ানডে। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছিলেন এনামুল। ২০১৩ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত ১১২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ ৩১ বছর বয়সী স্পিনার।

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি