আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি না করতে নির্দেশ দিয়েছেন। শনিবার বাংলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
এর আগে গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
তখন এই কমিটির যৌক্তিকতা তুলে ধরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে বলেন, ‘স্কুলে কমিটি মোটেও নতুন কিছু নয়। আমাদের গঠনতন্ত্রে স্কুল কমিটি করার বিষয়টি আছে। আমাদের স্কুলছাত্র বিষয়ক সম্পাদকও আছে।’
এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় বয়ে ওঠে।
(Visited ১৩ times, ১ visits today)