বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নলছিটিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে গুরুতর জখম

প্রতিবেদক
alltimebdnews24 com
ডিসেম্বর ২১, ২০১৭ ১১:১৩ অপরাহ্ণ

রিপোর্ট : শামীম হোসের জয়।।

নলছিটিতে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন রিপনকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করেছেন দূর্বৃত্তরা।

গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন দেখে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং গুরুতর অবস্থায় রিপনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সূত্রে জানা গেছে, বাসষ্ট্যান্ড সংলগ্ন উপজেলা শ্রমিকলীগ কার্যালয় থেকে মটরসাইকেল যোগে মল্লিকপুর তার নিজ বাসায় যাওয়ার পথে বাসার কাছেই আগে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র রামদা, দা ও চাপাডি দিয়ে রিপনকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে তাকে ফেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত রিপন সাংবাদিকদের জানান হামলাকারীরা ইতিপূর্বে শহরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বেড়াত। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মাননীয় শিল্পমন্ত্র্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ইতিপূর্বেই জেনেছেন। হামলাকারীদের ধারনা শ্রমিকলীগের নেতারা শিল্পমন্ত্রীকে চাঁদাবাজির বিষয়টি জানিয়েছেন। এতেই ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা সাত থেকে আটজন মিলে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুত্বর আহত করেছেন। তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র রামদা, বগি দা ও চাপাডি ছিল। হামলাকারীদের মধ্য থেকে আমি পাঁচজনকে চিনতে পেরেছি। এই হামলার ঘটনা ঝালকাঠী পুলিশ সুপার মহোদয় ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে এবং মামলার প্রস্থুতি চলছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম সুলতান মাহমুদ জানান খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ হামলার ঘটনায় এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি