গতকাল বরিশাল নগরীর দক্ষিন আলেকান্দা আমতলা জুমির খান সড়কে নান্টু ম্যানসনে একটি ফ্লাটে চুরি হয়। ফ্লাটে নিচতলায় বসবাস করতো ব্যবসায়ী মতিউর রহমান সুমন। সুমন ও তার পরিবার বাড়ি বেড়াতে যায়। ফ্লাটে কেউ না থাকায় অনুমানিক সন্ধ্যার আগে বা পড়ে চুরির ঘটনা ঘটে। ৪ বরি সোনা, নগদ সতের হাজার টাকা ও একটি এলএডি টিভি চুরি করে।
ঘটনা স্থল পরিদশন করে কোতয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর দিপায়ন বড়াল।সে জানান, অতিদ্রত ঘটনায় জরিতদের গ্রেপতার করা হবে।
রিপোট লেখা পর্যন্ত কোন মামলার করা হয়নি। সন্ধ্যায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে।
(Visited ২৫ times, ১ visits today)