‘নিখোঁজ’ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ফিরে এসেছেন।
মঙ্গলবার রাতে উৎপল দাস নিজেই ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন রাত ১১টা ৫৩ মিনিটে কথা হয় উৎপলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ভালো আছি। নরসিংদী গ্রামের বাড়ি যাচ্ছি। ঢাকায় ফিরে কথা বলবো।’
কথা বলার সময় উৎপলকে স্বাভাবিক মনে হচ্ছিল। এ রিপোর্ট লেখার সময় তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি নারায়ণগঞ্জে গাড়িতে।’
তবে এ ব্যাপারে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ১০ অক্টোবর উৎপল নিখোঁজ হন। এর ১৪ দিন পর উৎপলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে। যদিও পুলিশ জানায়, ঘটনার দুই সপ্তাহ পর মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বাভাবিক।
এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে উৎপলের সন্ধান পাওয়া গেছে বলে গণমাধ্যমে খবর বের হয়। পরে অবশ্য এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।
উৎপলের কর্মস্থল পূর্বপশ্চিমবিডিডটনিউজে তাকে খুঁজে পাওয়া গেছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়। যদিও সেই সংবাদটি এখন আর সেখানে দেখা যাচ্ছে না।