বুধবার , ২০ ডিসেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২০, ২০১৭ ১:৩৪ পূর্বাহ্ণ

বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহম্মেদ জুয়েলের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এসময় রাস্তার দুই পাশে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিকেল ৩টায় অভিযান শেষ হয়। অভিযানকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ত্রিশ গোডাউন সড়কের আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ফটক পর্যন্ত রাস্তার দুইপাশে সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিটি করোপরেশনের সড়ক পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ত্রিশ গোডাউন সড়কের দুই পাশে সিটি করপোরেশনের জমিতে থাকা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনাও উচ্ছেদ করা হবে।

অভিযান চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বরিশালের বদ্ধভূমি স্মৃতি ফলকে যাতায়াতের একমাত্র পথ এই ত্রিশ গোডাউন সড়ক।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি