কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা।
ডিফেন্ডার আঁখি খাতুনের জোড়া গোল ও বদলি খেলোয়াড় সাজেদা খাতুনের এক গোলে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা এগিয়ে রেখেছিলো ক্ষুদে নারী ফুটবলাররা।
দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ভারত জয় অথবা ড্র পেলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশের নারীরা। কিন্তু পরের ম্যাচে নেপাল জিতলে একটু সমীকরণ মেলানোর অপেক্ষায় থাকতো হতো বাঘীনিদের। কিন্তু নেপাল দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি ভারতের কাছে।
নেপালের জ্বালে ১০ গোল জরিয়ে ফাইনালে উঠেছে ভারত। নেপাল ভারতের কাছে হারার কারেন ফাইনাল নিশ্চিত করছে বাংলাদেশি বাঘিনীরা।
আগামী (২৪ ডিসেম্বর) প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ক্ষুদে নারী ফুটবলাররা।