রিপোর্ট :শামীম হোসেন জয়।।
ঝালকাঠি ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট ডিবি ইন্সপেক্টর হিসেবে ডিআইজি বরিশাল রেঞ্জ থেকে সন্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন।
১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় রেঞ্জ কার্যালয়ে ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান সহ সকল পুলিশ সুপারের উপস্থিতিতে এ পদক দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় সদ্য পুরুস্কার পাওয়া ডিবি’র ইনসপেক্টর মো. কামরুজ্জামান মিয়া উর্ধ্বতন কতৃপক্ষের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়ে ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করার পাশাপাশি ইভটিজিংসহ যে সকল সামাজিক নৈতিক বিবর্জিত কর্মকান্ড রয়েছে তা নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ পদক পাওয়ায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে alltimebdnews24. com কে জানান মাদকে বিরুদ্ধ রুটিন অনুযায়ী কাজ চলছে। এর মাজে এটি একটি বড় প্রাপ্তি। এ পদক আমি সহ সকল অফিসার কে কাজে আরো উজ্জিবিত করবে।