বরিশালের প্রতিভাবান অভিনেতা শাহজাদা কবির শুভ এর মুখমুখি হয়েছিলেন নুরে আলামিন বাপ্পী।। কথা হলো নানা বিষয়ে।। জানালেন নানা কথা।।
.
#কেমন আছেন??
শাহজাদা কবির শুভ:: আলহামদুলিল্লাহ্! আমি সব সময় ভালোর দলেই থাকার চেষ্টা করি, বাকিটা মহান আল্লাহ্ তায়ালার ইচ্ছা।
#সাইলেন্ট মেকার তো বেশ সারা ফেলেছে।।কি বলবেন??
শাহজাদা কবির শুভ:: সাইলেন্ট মেকার আমার জীবনে অনেক বড় চ্যালেঞ্জ ছিলো, জানিনা কতটুকু দিতে পেড়েছি! আমার থেকে দর্শকরা ভালো বলতে পারবেন।
#এখন কি নিয়ে কাজ করছেন??
শাহজাদা কবির শুভ:: বেশ কিছু কাজ আছে সামনে, বর্তমানে ১৬ ডিসেম্বর এর একটি কাজ নিয়ে বেশি ব্যাস্ত, সাথে পড়াশুনো!
#অভিনয় নিয়ে কত দুরে যেতে চান??
শাহজাদা কবির শুভ:: আমি নায়ক হতে চাইনা, শুধু এমন কিছু কাজ করতে চাই যা আমার দেশ এবং দর্শক ২য় বার দেখার ইচ্ছা পোষণ করবেন! সব থেকে বড় চাওয়া হচ্ছে মানুষের ভালোবাসা!
#বরিশাল নিয়ে কি কোন ভাবনা আছে??
শাহজাদা কবির শুভ:: বরিশাল নিয়ে ভাবনার শেষ নেই, আমার সব কাজ গুলো বরিশালকে ঘিরেই, আর ভবিষ্যৎ কাজ গুলো বরিশাল কে নিয়েই হবে!
#আপনি তো বরিশালের সন্তান।। এবারের বিপিএলে বরিশাল দল নেই।।কি বলবেন??
শাহজাদা কবির শুভ:: সত্যিটা শুনলে মজা পাবেন নাকি ব্যাথিত হবেন আমার জানা নেই, তবুও বলছি! আমি ২০১৭ বিপিএল এর ১টি ম্যাচ দেখিনি, আমার বাসায় বিপিএল দেখা বন্ধ, বাবাকে বিপিএল দেখতে দেইনা বলে সে ক্লাব থেকে খেলা দেখে তারপরে বাসায় ফেরেন!
#ভবিষ্যত পরিকল্পনা কি??
শাহজাদা কবির শুভ:: পড়াশুনো শেষ করে পরিবারকে সাপোর্ট দেয়া যত টুকুন আমার পক্ষে সম্ভব!
#সবচেয়ে কাকে বেশি অনুসরন করেন??
শাহজাদা কবির শুভ:: নিজের মনকে!আমার মনে হয় প্রতিটা মানুষের
উচিৎ তার সত্বাকে খোজা,নিজে নিজেকে না চিনলে পৃথিবী চেনা একটু কঠিন!
.
ধন্যবাদ শাহজাদা কবির শুভ।।