শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে নানান কর্মসুচী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৫, ২০১৭ ১১:২২ অপরাহ্ণ

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল সরকারী-বেসরকারী উদ্যোগে নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বিজয় উৎসবকে ঘিরে এরইমধ্যে বরিশাল নগরের বিভিন্ন স্থানে নির্মান করা হয়েছে তোরণ। লাগানো হয়েছে রাজনৈতৈক নেতাদের ব্যানার-ফ্যাষ্টুন। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বাহারি আলোকসজ্জা। আবার এরই মধ্যে ১৩ ডিসেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ৪ দিন ব্যাপী মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত, গীতি আলেখ্যা ও নাটক।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠান সূচী ঘোষনা করা হয়েছে। যারমধ্যে প্রথমে রয়েছে ১৬ ডিস্মেবর সকাল ৬ টা ৩৫ মিনিটে জেলা পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শূভ সূচনা করা হবে। রাত ৬ টা ৪০ মিনিট থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করা হবে। সকাল ৭ টা ১০ মিনিট থেকে ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি অভিমূখে পদযাত্রা ও পুষ্পমাল্য অর্পন করা।

এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, ব্যাক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও সকাল ৯ টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হবে। সকাল ১০ টায় অভিরুচি সিনেমা হলের নীচতলায় ছেলেদের ও দ্বিতীয় তলায় মেয়েদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচিত্র দেখার ব্যবস্থা রাখা হবে। একই সাথে সকাল ১১ টায় নগরের বগুরারোডস্থ জীবনানন্দ দাশ স্মৃতিপাঠাগার ও ক্লাবে শিশুদের দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

বেলা সাড়ে ১১ টায় মহিলা ক্লাবে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সন্মননা প্রদান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করা হবে। বাদ জু’মা জাতীয় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায়ও স্থানীয় সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য সকল মন্দির গীর্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে বরিশালের বিভিন্ন হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারী শিশু সদন, দুস্থ মহিলাদের আশ্রয়কেন্দ্রসহ অনুরুপ প্রতিষ্ঠানসমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বেলা আড়াইটায় ২ টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের জন্য ক্রিড়াঅনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বেলা ৩ টায় বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ বনাম জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় অশ্বিনী কুমার হলে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে বিজয়ের দিনে বেলা ১ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বরিশাল বিআইডব্লিউ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ সকলের দর্শন এর জন্য উম্মুক্ত থাকবে। অপরিদেক বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ও সপ্তমবারের মত মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর দিনব্যাপি আয়োজন করা হয়েছে। যে প্রদর্শনীর সার্বিক সহযোগীতায় রয়েছে জেলা প্রশাসন। এছারাও বরিশাল জেলা ও ১০ উপজেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সংগঠন দিনব্যাপি বিজয় দিবসের নানান কর্মসূচী পালন করবে।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি