পিরোজপুর, পাবনা ও পঞ্চগড় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে- পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ সিদ্দিকী।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. জসিম উদ্দিনকে পাবনার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
(Visited ১২ times, ১ visits today)