বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রা’র (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে সুশীল মন্ডল (৪৫) নামে এক যাত্রীর শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন্দ্রার যাত্রী সুশীল মন্ডল বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠী নামক এলাকার সুরেন্দ্র মন্ডলের ছেলে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বরিশালের নথুলাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিএনএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রহতমতপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা সাতমাইল এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দেখা যায় নিহত সুশীলের শরীর থেকে দুই থেতলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে বিভৎস রূপ ধারণ করে। এতে গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তির করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।