সাবেক ছাত্রলীগ নেতা ও বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর সাবেক ক্রিয়া সম্পাদক ফয়সাল বিন ইসলাম মাদকাসক্ত হয়ে পড়ায় পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছেন তারই বড় ভাই তারেক বিন ইসলাম। রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নগরীর নাজির মহল্লা হাসিনা কুটির নিজ বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাকে আটকের বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন।
আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই সুজন জানান, ফয়সাল বিন ইসলাম নেশাগ্রস্ত হয়ে পড়ায় তার ভাই থানার অফিসার্স ইনচার্জকে ফোন দিয়ে তাকে থানায় নিয়ে আসতে বলেন। তাই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তিনি জানান, তার কাছ থেকে ৩ পিচ ইয়াব উদ্ধার করা হয়। আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ আওয়লাদ হোসেন মামুন জানান, ফয়সাল বিন ইসলামকে তার বাসা থেকে ৩ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফয়সাল বিন ইসলাম নগরীর নাজির মহল্লা এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র। উল্লেখ্য, ফয়সাল বিন ইসলাম এক সময়ের দাপুটে ছাত্রলীগ নেতা ছিলেন। এরপূর্বেও মাদকসহ গ্রেফতার হয়েছিল। ফয়সাল বিন ইসলামের বড় ভাই তারেক বিন ইসলাম বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে বরিশাল মহানগর আ.লীগের সদস্য।