এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে গুগল ট্রান্সলেটরের সাহায্য নেওয়া যায়। এই অ্যাপকে আরও উন্নত করা হচ্ছে। এখন থেকে পুরো বাক্য শুদ্ধ অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট।
গুগলের এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেওয়া হয়েছে। তাতে বলা হয়, বড় অনুবাদও প্রাসঙ্গিক করবে গুগল। মানুষ যেভাবে ব্যাকরণ ব্যবহার করে কথা বলে, সেভাবে গুছিয়ে বাক্য গঠন করবে অ্যাপটি। এতে ব্যবহৃত হবে নিউরাল মেশিন ট্রান্সলেশন।
নিউরাল মেশিন পদ্ধতি হচ্ছে, মানুষের ভাষা কম্পিউটারকে শেখানোর পদ্ধতি। গত বছরের সেপ্টেম্বরে গুগল এ-সংক্রান্ত গবেষণার কথা জানায়।
গত বছরের নভেম্বর থেকে পদ্ধতিটি গুগল ট্রান্সলেটরে যুক্ত করা হয়েছে। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও চায়নিজ ভাষা ট্রান্সলেটে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। অন্যান্য ভাষার ক্ষেত্রেও এর প্রয়োগ হবে।
(Visited ৪ times, ১ visits today)