গত ট্রান্সফার মার্কেটে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোতিনহোকে দলে ভেড়ানোর জোর প্রচেষ্টা চালিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু তাতে ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। তবে কোতিনহো নয় বরং জার্মান তারকা মেসুত ওজিলকে দেখা যাবে বার্সার জার্সিতে। সংবাদই ভেসে বেড়াচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
তবে অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওজিল নয় বরং ফিলিপে কোতিনহোকেই চান লিওনেল মেসি। আর এ নিয়ে ক্লাব বার্সেলোনার সঙ্গেও কথা বলেছেন তিনি।
তবে কোতিনহোর বর্তমান ক্লাব লিভারপুল তাকে বার্সায় ছাড়তে রাজি নয়। তবে তাকে দলে ভেড়াতে ক্লাবের সঙ্গে পীড়াপীড়ি করছেন মেসি। তার মতে, যে কোনো ভাবেই হোক কুতিনহোকে বার্সায় নিয়ে আসতে হবে। কারণ ওজিলের সামর্থ্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন এই আর্জেন্টাইন তারকা।
(Visited ২৫ times, ১ visits today)