নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে সিরিজের পরবর্তী ম্যাচগুলো থেকে ছিটকে পড়েন তিনি। এমনকি অংশ নিতে পারেননি টি২০ সিরিজেও। তবে তিনি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই ফিরছেন মাঠে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
চোট কাটিয়ে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন মুশফিক। আর তার দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমরা আশা করছি প্রথম টেস্টের আগে মুশফিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আরও এক সপ্তাহ বাকি আছে। এরই মধ্যে তার অনেক সমস্যাই কেটে গেছে। তিন দিন ধরে নেটে লাল বলে ব্যাটিং প্র্যাকটিসও করছে। কাজেই আমাদের বিশ্বাস, নতুন করে কোন সমস্যার উদ্ভব না হলে মুশফিক দলে থাকছে। আর নেতৃত্বও সেই দিবে।’
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একটি সিঙ্গেল রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। যে কারণে তিনি পরের ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারেননি। আর ছিটকে যান টি২০ সিরিজটি থেকেও।