বৃহস্পতিবার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচটি স্থানে কোনো রদবদল নেই।
ব্রাজিলের পরের তিনটি স্থানে যথাক্রমে আছে পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম।
দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন। এক ধাপ নেমে সপ্তম স্থানে পোল্যান্ড। আর তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে গত সপ্তাহে বাছাইপর্বের প্লে-অফে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে ওঠা সুইজারল্যান্ড।
অবনমন হয়েছে ফ্রান্স ও চিলির। দুই ধাপ নেমে নবম স্থানে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা আর এক ধাপ নেমে দশম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া চিলি।
গত সপ্তাহে নিউ জিল্যান্ডকে প্লে-অফে হারিয়ে শেষ দল হিসেবে ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নেয় পেরু। তবে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে একাদশ স্থানে নেমে গেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটি।
প্লে-অফে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ওঠা ডেনমার্ক সাত ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছে। এরপরই আছে কলম্বিয়া।
বাছাইপর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইতালির। এক ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন ধাপ পিছিয়ে এরপরই আছে ইংল্যান্ড।