রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
প্রথমবারের মতো মেয়েদের সাফের ফাইনালে উঠেও স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়লেন বাংলার মেয়রা।। আজ শিলিগুড়িতে অনুষ্টিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে এবারের সাফ শিরোপা জিতল ভারত।। ম্যাচটি অনুষ্টিত হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।।এই নিয়ে টানা চতুর্থবারের মতো সাফ শিরোপা জিতল ভারতের মেয়রা।।পুরো ম্যাচে দারুন খেলেছে বাংলার মেয়রা।।তবে অভিজ্ঞতার কাছে হেরেছে তারা।। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল খায় বাংলাদেশ।।গোলটি করেন দাংমেই গ্রেস।। ৩৮ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ।। গোল করেন সিরাত জাহান স্বপ্না।। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।।বিরতির পরেও ভালই খেলেছে বাংলাদেশের মেয়রা।।কিন্তু ভাগ্য না থাকায় ম্যাচ ধরে রাখতে পারেনি।।৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে ২-১ গোলের লিড এনে দেয় সুস্মিতা মালিক।। ৬৭ মিনিটে আরও একটি গোল করে ভারত।। ইন্দু মতির করেন গোলটি।।ম্যাচের বাকি সময় ভারতকে চাপে রাখলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।।
(Visited ২ times, ১ visits today)