বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চাকরি নিয়মিত করার আশ্বাসে সওজ কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২২, ২০১৭ ৩:১১ পূর্বাহ্ণ

সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিত করার আশ্বাসে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠিত সভায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাছাই করা দুই হাজার ৬৬৭ ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কারবিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক অভিমত পাওয়া গেছে।

সভায় সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাত দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে সভায় একমত পোষণ করা হয়।

এ সময় সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, সওজ কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকারসহ ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি