প্রথমে শোনা গিয়েছিল নাম হবে ‘রংবাজ’। এই নাম প্রচার হওয়ায় অনেকেই ভেবে নিয়েছিলেন, পরিচালক আনন্দ এল রাই পরিচালিত নতুন ছবিটি এই নামেই নির্মিত হচ্ছে। শাহরুখ খান অবশ্য চূড়ান্ত করে কিছু জানাননি। তাই কিছুটা সন্দেহও ছিলো। অবশেষে সেটিই হতে যাচ্ছে। বদলে যাচ্ছে ‘রংবাজ’ নামটি। নতুন নাম এখনো ঠিক হয়নি।
এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। ফলে ছবিটিকে ঘিরে উত্তেজনা চরমে। বলিউডে ব্লকবাস্টার সিনেমা হিসেবে এই ছবিকে ভাবা হচ্ছে।
কিন্তু এবার সেই উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন শাহরুখ। স্বীকার করলেন, রংবাজ নামটি চূড়ান্ত নয়। বরং ভক্তরা আর একটু অপেক্ষা করুক। তিনি নিজেই নাম প্রকাশ করবেন। নতুন বছরের উৎসবের আনন্দে ভক্তদের চমক দেবেন তিনি। শাহরুখের এই ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের দিওয়ালির সময়।
এদিকে শাহরুখকে বামনের চরিত্রে কেমন লাগবে এ নিয়ে বলিউডে জল্পনা কল্পনা তুঙ্গে। বামনরূপী শাহরুখের ছবি যাতে প্রকাশ্যে না আসে তাই নির্মাতা আনন্দ খুবই সতর্ক। ধারেকাছে তিনি ঘেঁষতে দিচ্ছেন না সংবাদমাধ্যমকে।