রির্পোটঃ নিউজ ডেস্ক.
অদ্য ০৪/০১/২০১৭ তাং সন্ধ্যা ৬ঃ০০ টা ‘৭১’র চেতনা’র উদ্যোগে বরিশাল বৃদ্ধা আশ্রমে থাকা মায়েদের ও অন্ধ বিদ্যালয়ের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রে সমন্বয়কারী ড. বাহাউদ্দিন গোলাপ,জেলা প্রবেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজ,অন্ধ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম, ৭১’র চেতনার সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক জনাব পরাগ প্রলয়, চেতনালয় স্বেচ্ছাসেবী পথ বিদ্যালয়ের সমন্বয়কারী জনাব নিলয় রাজু, চেতনালয় স্বেচ্ছাসেবী পথ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিথিলা মুক্তা,’৭১’র চেতনা’র যুগ্ম আহবায়ক বি.এম কলেজ শাখা মোঃ আমির হোসেন, মোঃ মাহবুব আলম, মোঃ জাহিদুল ইসলাম জয়,বিধান,জনাব রফিকুল ইসলাম,কামরুল ইসালাম, খাদিজা আক্তার,মোঃ ফয়ছাল,প্রনব শাহসহ সংগঠনের বিভিন্ন ইউনিটির প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য ০১/০১/২০১৭ তাং বছরের প্রথম প্রহরে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়। পরবর্তীতে আরো দুই ধাপে শীতবস্ত্র প্রদান করা হয়।