একসঙ্গে দুই নাটকে জুটি বাঁধলেন মামনুল হাসান ইমন ও আজমেরি হক বাঁধন। নাটক দুটির নাম হচ্ছে ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটক দুটির শুটিং শেষ হয়েছে। দুটি নাটক রচনা করেছেন সৈয়দ ইকবাল এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকটি নিয়ে ইমন বলেন, ‘অনেকদিন পর বন্ধু বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুণ ভালো দুটি কাজ হয়েছে। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন।’
ক’মাস আগেও বাঁধন ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন কোনঠাসা। এই দুই নাটকের মাধ্যমে তিনমাস পর আবারও কাজের ফিরলেন বাঁধন। বললেন, ‘তিনমাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুণ। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার বেশ ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো তাই কাজ করে ভালো লেগেছে।’
নির্মাতা কাজী সাইফ বললেন, ‘দুই নাটকের দুই নাটকের গল্প আলাদা। যত্ন নিয়ে নাটক দুটি নির্মাণ করেছি। শিগগির যে কোনো বেসরকারি চ্যানেলে নাটক দুটি প্রচার হবে।’