চলচ্চিত্রের বাইরে বিজ্ঞাপনচিত্রেও দারুণ চাহিদা রয়েছে লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনির। সম্প্রতি স্যান্ডেলিনা সাবানের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নতুন বিজ্ঞাপনে পরীকে দারুণ লাস্যময়ী লাগছে।এটি নির্মাণ করেছেন ভারতের বিজ্ঞাপনচিত্র নির্মাতা সৈনক মিত্র।
এর আগে এই নির্মাতার আরও দুটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন পরী।
তিনি বলেন, ‘আমার অভিনীত স্যান্ডেলিনা সোপের প্রথম বিজ্ঞাপনটির নির্মাতাও ছিলেন তিনি। মাসখানেক আগে কলকাতার একটি স্টুডিওতে নতুন এই বিজ্ঞাপনের কাজ করেছি।’
এদিকে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী অভিনীত দুটি চলচ্চিত্র। এগুলো হলো মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ (১৫ ডিসেম্বর) ও অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’ (২২ ডিসেম্বর)। এ দুটি সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে জায়েদ খান ও জেফ।
এছাড়াও ২০১৮ সালের পহেলা ফাল্গুন মুক্তি পাবে পরীমনির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান সোনাই। এই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিমনি।
(Visited ৭ times, ১ visits today)