শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিট এবং বিকাল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গণি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহকারী কমিশনার মো. ইশকিয়াক ইমন ও শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দুইটি মোবাইল কোর্ট পরীক্ষার দিন কাজ করবে।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে যেকোন ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রক্টরিয়াল বডি।
(Visited ১০ times, ১ visits today)