কবিঃ আর–এম।
পথিক আমি পথের মাঝেই
পথকে খুঁজে বেড়াই,
পথের মাঝে ঘুরে ঘুরে
চেনা পথও হারাই।
পথেই ঘর পথেই বাড়ি
পথই আমার ঠিকানা,
পথে পথে দিন কাটিয়ে
রঙিন করি আঙিনা।
পথকে আমি সাথি করে
পথের মাঝেই থাকি,
পথেই করি বেচা কেনা
নগত কিবা বাকি।
(Visited ১৩৯ times, ১ visits today)