রিপোর্ট ঃজাকারিয়া আলম দিপু.
আজ রাত ১২টায় বরিশাল লঞ্চঘাটে গরীব ও অসহায় ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।শীতবস্ত্র বিতরন করে “বরিশালের পোলাপান” নামক ফেসবুক গ্রুপ।এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের সংগঠক মারুফ হোসেন।তিনি বলেন, সবাই যদি আর্ত মানবতায় এগিয়ে আসে তাহলে আমাদের দেশের অনেক সমস্যার সমাধান হবে।
উল্লেখ্য বরিশালের ফেসবুক গ্রুপটি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে।
(Visited ৭ times, ১ visits today)