বুধবার , ১৫ নভেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নাইজেরিয়ায় ধরাশায়ী আর্জেন্টিনা। ব্রাজিল-ইংল্যান্ডের কেউই গোল করতে পারেনি।

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ১৫, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ

নামে প্রীতি ম্যাচ। আড়ালে বিশ্বকাপের প্রস্তুতি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ও ব্রাজিলের প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। দুই দল চেষ্টা করেও পায়নি গোলের দেখা। এনিয়ে চারদিনের মধ্যে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড। আগের ম্যাচে জার্মানির বিপক্ষেও তাদের স্কোর একই ছিল। অন্যদিকে জাপানের বিপক্ষে ৩-১ গোলে জেতার পর ব্রাজিলকে হতাশ হতে হলো ইংল্যান্ড সফরে।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল গোলমুখে। বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল দেখিয়েছে দাপট। নেইমার সব চেষ্টা করে গেছেন। কিন্তু প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করতে সফল হননি তিনি। গ্যাব্রিয়েল হেসুসের হেড সোজা চলে যায় ইংলিশ গোলরক্ষক জো হার্টের হাতে। বিরতির আগে পাউলিনিয়ো শট নিয়েছিলেন লক্ষ্যে, কিন্তু তিনিও ব্যর্থ। ইংল্যান্ডের মার্কুস রাশফোর্ড কয়েকটি মুহূর্ত ব্রাজিলিয়ানদের তটস্থ রেখেছিলেন।

ম্যাচে উত্তেজনা তৈরি হয় দ্বিতীয়ার্ধে। ফের্নান্দিনহোর দূরপাল্লার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে এরিক ডায়ারের ফ্রি কিক ঠিক পথে এগোলে জিততে পারতো ইংল্যান্ড। কিন্তু গোলবারের পাশ দিয়ে চলে যায় তার স্পট কিক। শেষ মুহূর্তে পাউলিনিয়োকে রুখে দিয়ে ব্রাজিলকে হতাশ করেন হার্ট।
আলবার গোলে এগিয়ে গেলেওে জিততে পারেনি স্পেনএদিন অন্য প্রীতি ম্যাচে রাশিয়া চমকে দিয়েছে স্পেনকে। দুই গোলে পিছিয়ে পড়েও স্বাগতিকরা ৩-৩ গোলে ড্র করেছে। ৯ মিনিটে জোর্দি আলবা ও ৩৫ মিনিটের পেনাল্টি গোলে স্পেনকে এগিয়ে দেন সের্হিয়ো রামোস। তবে বিরতির চার মিনিট আগে সমোলভ ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মিরানচুক ২-২ এ সমতা ফেরান। ৫৩ মিনিটে পেনাল্টি গোলে রামোস স্পেনকে সমতায় ফেরালেও তাদের জিততে দেয়নি রাশিয়া। ৭০ মিনিটে তৃতীয় গোল করেন সমোলভ।
জার্মানির বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে ফ্রান্সেরকোলনেতে লার্স স্টিন্ডলের শেষ মুহূর্তের গোলে টানা ২১ ম্যাচ অজেয় থাকলো জার্মানি। ফ্রান্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের স্বস্তির ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩৩ মিনিটে ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৫৬ মিনিটে ওয়ের্নার জার্মানদের সমতা ফেরালে আবারও ল্যাকাজেত্তের গোল ফ্রান্সকে এগিয়ে দেয়। কিন্তু ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে স্টিন্ডলের শট খুঁজে পায় ফরাসিদের জাল, জার্মানিও মাঠ ছাড়ে স্বস্তিতে।

আগের ম্যাচে রাশিয়ার বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পাওয়ার পরের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও নাইজেরিয়ার বিপক্ষে ২-৪ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

এই স্কোর বোঝাতে পারছে না আর্জেন্টিনা কেমন খেলেছে। মেসিকে বিশ্রামে পাঠালে দলের কেমন হাল হয়, প্রতিটি মিনিটে যেন সেই ছবি ফুটছিল। রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে এদিন আগের ম্যাচের নায়ক আগুয়েরো আক্রমণভাগকে শুরুতে একটু সতেজ রাখলেও ডিফেন্ডারদের ‘ক্লান্ত’ পায়ের ভুলে ডুবতে হয়েছে দলটিকে।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। নাইজেরিয়ার ড্যানিয়েলের হাতে বল লাগলে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিকের নির্দেশ দেন রেফারি। শট নেন বানেগা। ডান পায়ের নিখুঁত শটে বারের ডানকোনা দিয়ে বল জালে জড়ান। খুব একটা বাতাসে ভাসাননি। আবার মাটিতেও রাখেননি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ক্রিস্টিয়ান পাভনের পাস ধরে বক্সের ঠিক মাঝ থেকে বাঁ পায়ের শটে ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল করেন।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি