আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ৬ জন মহাকাশচারীর জন্য মহাকাশে খাবার পাঠাল নাসা। রবিবার ভার্জিনিয়া থেকে নাসার বাণিজ্যিক মহাকাশযান অরবিটাল এ টি কে স্থানীয় সময় সূর্যোদয়ের পরই মহাকাশে পিৎজা, আইসক্রিম নিয়ে রওনা দেয়।
সূত্রের খবর, মহকাশে গবেষণার প্রয়োজনীয় সামগ্রীসহ জমানো ফলের বার, আইসক্রিম বার, আইসক্রিম স্যান্ডউইচ, চকোলেট এবং ভ্যানিলা আইসক্রিম কাপ ৬ মহাকাশচারীর জন্য পাঠিয়েছে নাসা। প্রায় ৩,৩৫০ কেজি সামগ্রীর মধ্যে রযেছে ১৪টি ছোট স্যাটেলাইট, ব্যাক্টেরিয়া পরীক্ষার জিনিসপত্র সহ প্রায় ৮০টি খাবারের আইটেম রয়েছে।
অরবিটাল এ টি কে রওনা দেওয়ার পর মহাকাশচারীদের উদ্দেশে নাসার টুইট, ‘আসছে মিষ্টি আর পিৎজা। ‘ এরপর মহাকাশচারী জো অ্যাকাবার পাল্টা টুইট, ‘অপেক্ষায় আছি’।
(Visited ১৩ times, ১ visits today)