বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অভিষেকেই আচরণবিধি লঙ্ঘন।।

প্রতিবেদক
alltimeBDnews24
ডিসেম্বর ২৯, ২০১৬ ৯:৩৪ অপরাহ্ণ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সতর্ক করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া লেগ স্পিনার তানভীর হায়দারকে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের এই অভিযোগ আনা হয়।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির কোড অব কন্ডাক্টের ২.১.৪ অনুচ্ছেদেরলেভেল-১ ভঙ্গ করায় আপাতত সতর্ক করা হয়েছে তাকে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। তবে, আগামী২৪ মাসের মধ্যে তানভীর যদি চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট অর্জন করেন, তাহলে সাসপেনশন পয়েন্ট নিয়ে নিষিদ্ধ হবেন ক্রিকেট থেকে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড ইনিংসের ১৯ তম ওভারের শেষ বলে নেইল ব্রুম তানভীরকে চার হাঁকালে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এই সময়ে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন আম্পায়াররা। যার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি