রির্পোট -সাজ্জাদ খোশনবীশ
নাগরিক সাংবাদিক,টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
একজন সাহিত্যপ্রেমী মোহাম্মদ আনোয়ার হোসেন। পেশায় সরকারি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। কবি শামছুজ্জামান জামানের সদ্যপ্রকাশিত কবিতা সংকলন “হৃদয় চক্র” গ্রন্থের বাণীতে যিনি লিখেছেন- “বাংলা কাব্য ধারায় কবি শামছুজ্জামান জামান একটি সার্থক নাম। তার লেখনির বলিষ্ঠতা, তার কাব্যকে দিয়েছে স্বীয় স্থান দখলের নিশ্চয়তা। ‘হৃদয় চক্র’ কাব্যটি সেই বলিষ্ঠতারই বহিঃপ্রকাশ।” সদ্যপ্রকাশিত কবিতা সংকলন “হৃদয় চক্র” বইটি গত ২৮ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের হাতে তুলে দেন কবি শামছুজ্জামান জামান। এ সময় কবি বলেন- “আমার কবিতা সংকলনটি গ্রন্থকারে প্রকাশের পূর্বেই যিনি পত্রিকান্তরে আমার কবিতা গুলো পাঠ করতেন এবং প্রকাশের শুরু থেকে যিনি প্রতিনিয়ত উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি এডিসি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” কবিতা গ্রন্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের টাঙ্গাইল জেলা শাখা সভাপতি মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ বলেন- “টাঙ্গাইল জেলা প্রশাসনে জেলা প্রশাসক মহোদয় সহ এক ঝাঁক মেধাবী কর্মকর্তার সমন্বয় ঘটেছে। যাদের গুরুত্বপূর্ণ অবদানের কারনে অন্যান্য জেলার তুলনায় টাঙ্গাইলজেলার উন্নয়ন একটি ভিন্নমাত্রা পেয়েছে। সৃজনধর্মী এই কর্মকর্তাদের কেউ সংস্কৃতিমনা কেউ সাহিত্যপ্রেমী। যা সচরাচর বিরল। এদেরমধ্যে অন্যতম এডিসি জেনারেল মহোদয়। আমরা তাকে নিয়ে গর্বকরি।” এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আকাশবার্তা সম্পাদক মোঃ রুহুল আমীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান খান মিন্টু, সিটিজেন জার্নালিস্ট সদস্য শামছুর রহমান মিলন, মির্জা আরিফ প্রমুখ।