বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা জানান।
এসময় তিনি বলেন, খালেদা জিয়ার চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি। কিন্তু ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি এখন রাস্তা ঘাট অচল করে দিয়েছে, এ থেকে বোঝা যায় ক্ষমতা গেলে তারা দেশ অচল করে দিবে।
উল্লেখ্য, আজ রবিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বক্তব্য রাখার কথা রয়েছে।
(Visited ৭ times, ১ visits today)