২২২ মিলিয়ন ইউরো রেকর্ডে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজিতে এসেই দলের সতীর্থ কাভানি এবং কোচ এমেরির সঙ্গে ঝামেলায় জড়ায় এই ব্রাজিলিয়ান সেনসেশন। তবে তার দাবি এসব কিছুই নয় বরং তাদের সঙ্গে কোনো প্রকার ঝামেলা নেই তার।
আর এদিকে তাকে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে আগামী মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে দেখা যাবে। রিয়ালে যোগ দিবেন তিনি। কিন্তু ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়ায় নেইমারকে পাওয়া সহজ হবে না রিয়ালের জন্য। নেইমারের জন্য কত টাকা খরচ করবে রিয়াল?
স্প্যানিশ পত্রিকা মার্কা ! মার্কার দাবি তারপরও নেইমারকে দলে ভেড়াতে ২০০ মিলিয়ন ইউরো রেখে দিয়েছে রিয়াল মাদ্রিদ। পিএসজির হয়ে সাফল্যের মুকুট পরতে চান বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সেখানে সেটি অর্জন করা খুব সহজ নয়। তাই হয়তো ভবিষ্যতের চিন্তা করে রিয়ালকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না।