রিপোর্ট – নুরে আলামিন বাপ্পী
আসছে ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচন অনুষ্ঠিত হবে।।বর্তমান সময়ে এটি
দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়।।এই
নির্বাচনে মূল প্রার্থী ২ জন।।একজন রিপাব্লিকান প্রার্থী ডোনাল ট্রাম্প অন্যজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি
ক্লিনটন।।প্রথম থেকেই হিলারি সব জরিপে
এগিয়ে ছিলো।।এখনও সব জরিপে তিনি অনেকটা
এগিয়ে আছেন।।সর্বশেষ ৩০ অক্টোবর থেকে ৩
নভেম্বর পর্যন্ত করা মতামত জরিপে দেখা
গেছে, ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটাররা হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের
পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।।এবারই
প্রথম মার্কিন নির্বাচন এত ঝামেলার সম্মুক্ষিন হয়েছে।।ট্রাম্প প্রথম থেকেই
নির্বাচনে কারচুপির অসংখ্য কথা বলছেন।।
যদিও মার্কিন সরকার বলছে এই দাবি সম্পূর্ন অযৌক্তিক ও ভিত্তিহীন।।হিলারি বলছে, ট্রাম্প একজন
নারি বেদ্দেসি।।আর ট্রাম্প বলছে, হিলারি হিলারি মার্কিন প্রেসিডেন্ট হবার যোগ্য নয়|ওবামা,,মিসেল ওবামা,বিল ক্লিলন্টন সহ অনেকেই আছে হিলারির পক্ষে|অনেকে ট্রাম্পের পক্ষে কথা বলে থাকলেও
নারি বিদ্দেশি কথা বলায় ট্রাম্পের পাশ থেকে সরে গেছেন|এমনকি তার নিজ দলের কয়েক জন
সদস্যও সরে গেছেন।। এখন দেখার বিষয় কে হয় আগামী
মার্কিন প্রেসিডেন্ট।।এই প্রশ্নের উত্তর
জানতে অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর
পর্যন্ত।।