একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা নামের এক তরুণীর বিরুদ্ধে। যিনি নিজেকে বাংলা সিনেমার নায়িকা হিসেবে পরিচয় দেন।
যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি তাকে। অনেকে দেখলে হয়তো চিনবেনই না। যার প্রধান শখ বিয়ে করা। আর উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। এরপর মামলা, অতঃপর দেনমোহর নিয়ে ছিটকে পড়া। এখন পর্যন্ত তার ২০টি বিয়ের অভিযোগ পাওয়া গেছে।
বিস্তারিত ভিডিওতে:
(Visited ৮ times, ১ visits today)