রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
আজ আবার বাংলাদেশের খেলা।। কিছুক্ষন পর নিউজিল্যান্ড বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা।।গত ম্যাচে হেরেছে বাংলাদেশ।।তাই আজ সমতায় ফেরার জন্য মাঠে নামবে টাইগাররা।। কেমন হতে পারে আজকের টাইগারদের একাদশ?? তামিমের সাথে ওপেনে সৌম্য না থাকার সম্ভাবনা খুব বেশি।।সেক্ষেত্রে ইমরুল নামবে ওপেনে।। মাহামুদুল্লাহ থাকবে ৩ এ।।সাব্বির থাকবে ৪ এ।। ,, সাকিব,,মাসরাফি,, মোসাদ্দেক ও তাসকিন নিশ্চিত খেলবে যদি না কোন বিপদ আশে।।আর মুস্তাফিজ না খেললে তার যায়গায় খেলবে শুভাশিস।। মুসফিক ইঞ্জুরিতে থাকায় তার যায়গায় খেলবেন সোহান।। সৌম্য বাদ পরলে তার যায়গায় আসতে পারে মিরাজ অথবা তানভীর।।
১.তামিম ইকবাল,,
২. ইমরুল কায়েস,,
৩. মাহমুদুল্লাহ রিয়াদ,,
৪.সাব্বির রহমান,,
৫. সাকিব আল হাসান,,
৬. মোসাদ্দেক হোসেন,,
৭.নুরুল হাসান সোহান,,
৮.মেহেদি হাসান মিরাজ//তানভীর আহমেদ,,
৯.মাশরাফি বিন মর্তুজা,,
১০. তাসকিন আহমেদ,,
১১.মুস্তাফিজুর রহমান// শুভাশিস রায়
(Visited ৩ times, ১ visits today)