রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
প্রথম ম্যাচে ৭৭ রানের হার দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড মিশন শুরু হল।।প্রথমে টস জিতে ব্যাট করে নিউজিল্যান্ড।। টম ল্যাথামের দুর্দান্ত সেঞ্চুরি সাথে কলিন মুনরোর ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে ৩৪২ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড।। ল্যাথাম ১৩৭ ও ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন কলিন মুনরো।। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নেন ৩টি,, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ করে উইকেট।।তবে সবাই ছিল খরুচে।।জবাবে ২৬৪ রানে থামে টাইগারদের ইনিংস।। এতে ৭৭ রানের বড় জয় পায় স্বাগতিকরা।। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।। ৫০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।। ৩৮ রান করেন তামিম ইকবাল।। ৫৯ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।। ইমরুল ১৬,,সৌম্য ১,, মাহমুদুল্লাহ ০,, মাশরাফি ১৪,, তাসকিন ২,, মোস্তাফিজ ০ ও সাব্বির করেন ১৬ রান।। এছাড়া ৪২ রান করে ইনজুরির কারনে মাঠ ছাড়েন উইকেটরক্ষাক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।।