রির্পোটঃ ডেস্ক রির্পোট.
অদ্য বিকাল ৪ ঘটিকায় “মাগো” মানুষ গড়ি সংস্থার উদ্যোগের নগরীর পলাশপুরে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে শীতবস্ত বিতারন করা হয়।সংস্থার সভাপতি শামীমা শারমিন ‘মানালী’ এর সভাপতিত্বে বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বি এম কলেজের সংগঠক মোঃ মারুফ হোসেন।বিতারন অনুষ্ঠান করেন সংস্থার সাধারন সম্পাদক শুকুর-আল-সাফী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদশ্য সৈয়দ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক শাকিল মৃধা, অথ সম্পাদক শিরিন সুলতানা এবং সদশ্য মুমু,নাসির, অচিন্ত্য, মারজান, মেহেদী, অন্তরা, রুমানা প্রমুখ।অনুষ্ঠানে প্রায় ২০০ জন পথশিশুকে শীতবস্ত বিতারণ করা হয়।
উল্লেখ্য, সংস্থাটি ভ্রাম্যমান গণশিক্ষা বিদ্যালয় পরিচালনা সহ বিভিন্ন ধরনের সামাজিক কাযক্রম করে থাকে।
(Visited ৬ times, ১ visits today)