রিপোর্ট : শামীম হোসেন জয়।
নলছিটি থানা পুলিশের আয়োজনে শৃংখলা, নিরাপত্তা ও প্রগতি নিশ্চয়তা প্রদানের লক্ষে ওপেন হাউজ ডে দুই হাজার সতেরো অনুষ্ঠিত হয়েছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা পুলিশ সুপার জোবায়দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, এ এস পি সদর সার্কেল এম এম মাহমুদ হাসান পিপিএম, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহম্মদ দুলাল শরীফ, নাচন মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক হোসেন, কুলকাঠী ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আ: মান্নান প্রমুখ।
এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসদস্য সহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষতাদের মতামত প্রদানের মাধ্যমে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি বক্তৃতায় নলছিটি উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনগনের সর্বজনীন অংশ গ্রহনের আহবান জানন।