রিপোর্ট : শামীম হোসেন জয়।।
নলছিটিতে “উৎপাদন মুখি সমবায় কড়ি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে শনিবার সকাল ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভয় মিলিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইউনুস লস্কর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, ঝালকাঠী জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, আয়োজক সংগঠন উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মো: বাবুল সিকদার প্রমুখ। বক্তারা সুখি সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ীদের প্রতি বিশেষ আহবান জানান। অনুষ্ঠানের শেষাংশে উপজেলার শ্রেষ্ঠ ৫ জন সমবায়ী ও ৬ টি সফল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।