রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য অংশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আগামীকাল উপকূল এলাকা অতিক্রম করবে|আজ সকাল থেকে ৩ নম্বর সর্তকতা সংকেত ছিল|বিকেলে ৩ নম্বর থেকে বাড়িয়ে ৪ নম্বর হুশিঁয়ারি সংকতে দেখিয়ে যেতে বলেছে, আবহাওয়া অফিস|আগামীকাল সকালের দিকে চট্রগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করার সময় স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোস্বাস হবে|এছাড়া আরো বলে, নিম্নচাপের কারনে সারাদেশে চলমান বৃষ্টি অব্যাহত থাকবে|আগামী সোমবারের দিকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে|
(Visited ৭ times, ১ visits today)