২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে শুক্রবার ৩রা নভেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন Helping Hands এর উদ্যোগে বি.আই.পি গেট,বান্দরোডে সকাল ১০:০০ঘটিকা হইতে ১২:০০ঘটিকা পর্যন্ত এক সচেতনতামূলক স্বাস্থ্যসেবার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পেইন এ প্রায় দুইশত লোকদের বিনামূল্যে রক্তের গ্রুপিং,প্রেশার,ওয়েট এবং ডায়াবেটিস নির্ণয় করে দেওয়া হয়।
সকাল ১০:০০টায় স্থানীয় জনপ্রতিনিধি বিসিসি ১১নং ওয়ার্ড কাউন্সিলর ক্যাম্পেইনের আরম্ভ ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠান টি জেল হত্যা দিবসে শহীদ চার নেতাকে উৎসর্গ করা হয়।
(Visited ১৩ times, ১ visits today)