বলা নেই, কওয়া নেই হঠাৎ করে শত শত তরুণীর মন ভেঙ্গে বিয়ে করেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিয়ে করলেন তিনি। রাজপূত্রকে নিয়ে ভক্ত তরুণীদের যত স্বপ্ন, সব মূহুর্তের মধ্যে শেষ হয়ে গেলো। এ নিয়ে আক্ষেপের শেষ নেই, অনেকে অভিমান বুকে চেপে আছেন। কেউ কেউ আবার সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে। কেউ আবার অভিশাপ দিচ্ছেন, যেন তাসকিন কোনদিন সুখী হতে না পারে।
তরুণীদের এমন সরব আন্দোলনে কৌশলী হয়ে মিশ্রির ছুড়ি ছুঁড়েছেন স্ত্রী রাবেয়া নাঈমা। বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে, এ বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেমের যেমন পরিণতি পেল, তেমনি শত তরুণীর হৃদয়ও ভেঙে গেল, তার কী হবে? এমন প্রশ্ন তাসকিন আহমেদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয়া হলেও স্বপ্রণোদিত হয়ে মন ভাঙা শত শত তরুণীদের উদ্দেশ্যে তাসকিনের স্ত্রী দিলেন বিশেষ বার্তা। তিনি বলেছেন, ‘একটা বন্ধন গড়তে হলে কিছু হৃদয় তো ভাঙবেই।’
খুব বাস্তব কথা হলেও এমন কথায় বিরহী ভক্ত তরুণীদের মনের অবস্থা কী হতে পারে, অভিশাপ ফিরিয়ে নিয়ে ফের কতোটা প্রবল অভিশাপ বিলাসী হয়ে উঠতে পারে তারা, তা সহজেই অনুমেয়। এবার তা দেখার পালা।