বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘আমেরিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিলাম এবং এখনো আছি’

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২, ২০১৭ ১২:০৬ পূর্বাহ্ণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র মেজর জেনারেল রামাজান শরিফ বলেছেন, আইআরজিসি সব সময় আমেরিকা চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিল এবং এখনো আছে।আর এই কারণেই ওয়াশিংটন আইআরজিসির ওপর ক্ষুব্ধ হয়ে আছে।

জেনারেল শরিফ গতকাল (মঙ্গলবার) তেহরানে  সাংবাদিকদের কাছে বিপ্লবী এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আইআরজিসির অবস্থান তুলে ধরে বলেন, “ইরানের প্রতিরক্ষা এবং সামরিক ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাগুলো নতুন কিছু নয়। আইআরজিসি সব সময় তার ওপর আরোপিত নানা নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা মোকাবেলা করেই ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে।” যেকোনো জরুরী প্রয়োজনে অন্যান্য দেশকে সহযোগিতা দিতে তার বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।-পার্সটুডে।

তিনি বলেন, এ অঞ্চলে আমেরিকা তার ষড়যন্ত্রগুলো বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে চরম মূল্য দিতে হয়েছে এবং তাকফিরি দায়েশ সৃষ্টির করার পেছনেও তাকে বিরাট অংকের অর্থ খরচ করতে হয়েছে।

আইআরজিসি ইরানি জনগণের বাইরের কেউ নয়-এই কথা উল্লেখ করে এ মুখপাত্র আরো বলেন, “ইরানের শত্রুরা সব সময় আইআরজিসি এবং ইরানি জনগণ ও সরকারের মধ্য ফাঁটল ধরানোর চেষ্টা করেছে। তবে শত্রুদের এ ষড়যন্ত্র অত্যন্ত বিচক্ষণতর সঙ্গে ব্যর্থ করে দেয়া হয়েছে।”

গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংক্রান্ত এক বক্তব্যে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বিরোধী তৎপরতা এবং সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য আইআরজিসি’কে দায়ী করেন। এরপর ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন অর্থ বিভাগকে অনুমোদন দেন তিনি।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি