রাজধানীর কাকরাইলে একটি বাসায় মা ছেলে গলাকেটে হত্যার শিকার হয়েছেন। বুধবার (১ নভেম্বর) রাত ৭ টায় কাকরাইল ৭৯/১, মায়াকানন নামের এক বাসা এ ঘটনা ঘটে। নিহত শামসুন নাহার ও তার পুত্র স্কুল ছাত্র সুবুজ ওই ভবনের ৫ তলায় থাকতেন।
এরই মধ্যে ঘটনা স্থলে পৌছেছে পুলিশ, র্যাব ও ক্রাইমসিন ইউনিট। সেখানে অবস্থান করা ডিবির উর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ক্রাইমসিন ইউনিট ভেতরে প্রবেশ করেছে। তাঁদের রিপোর্টের পরেই জানতে পারবো আসলে কি হয়েছিল সেখানে। আমরা এসে দেখেছি, ৩ রুমের ওই ফ্ল্যাটের একটি কক্ষে উপুড় হয়ে পড়ে আছে মহিলার দেহ, সিঁড়িতে পড়ে আছে একটি শিশুর দেহ। জানতে পারি তাঁরা মা-ছেলে।
এই ঘটনা তদন্তে স্থানীয় কয়েকজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। ওই বাড়ির মালিক আব্দুল করিমকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
(Visited ১১ times, ১ visits today)