এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
ফিফা র্যাংকিংয়ে তাজিকিস্তানের (১২৩) চেয়ে বাংলাদেশ (১৯৬) অনেক পিছিয়ে। তাছাড়া তাজিকিস্তান খেলছে ঘরের মাঠে। তবু ম্যাচের আগে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। মাঠে নেমে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন তরুণ ফুটবলাররা।
শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তাজিকিস্তান। বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সব আক্রমণ।
৭১ মিনিটে স্বাগতিকদের একটি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে নষ্ট করেছেন বাংলাদেশের এক ডিফেন্ডার। চার মিনিট পর তাজিকিস্তানের এক খেলোয়াড়ের ফ্রিকিক ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেছেন গোলরক্ষক মাহফুজ হাসান।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে মালদ্বীপ ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে।