বিসিবি নির্বাচন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিসিবি কার্যালয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের বাইরে তেমন কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হবে শুধু ঢাকা ও বরিশাল বিভাগে।
বিসিবি’র নির্বাচনী আমেজ কিছুটা হলেও ধরে রেখেছে ঢাকা ও বরিশাল বিভাগের তিন পরিচালকের পদ। ২৫ পরিচালকের মধ্যে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন নির্বাচিত হয়েছেন। ঢাকায় দুই পরিচালক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। আর বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন দু’জন ক্রীড়া সংগঠক। ভোটের লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুই বিভাগের প্রার্থীরা।
বরিশালে একটি পদের জন্য লড়বেন আগের পরিচালনা পর্ষদের পরিচালক এম এ আওয়াল চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আলমগীর খান। ঢাকায় ভোট দেবেন ১৮ জন আর বরিশালে ৭ জন কাউন্সিলর।
(Visited ১১ times, ১ visits today)