রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল।।আর সেখানে থাকা টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুকে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন।।সেখানে দেখা যাচ্ছে ইমাম হিসাবে দায়ীত্ব পালন করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।।পিছে আছে দলের প্রায় সবাই।।আর এই ছবির ক্যাপশনে মুশফিকুর রহিম লিখেছেন,, `আপনি কোথায় আছেন সেটি কোনও বিষয় না। সবার আগে নামাজ।। সবাই আমাদের জন্য দোয়া করবেন।।`
(Visited ১২ times, ১ visits today)