গজনী ও পাকতিয়ায় ভয়াবহ হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহারে হামলা চালিয়ে কমপক্ষে ৪০ সরকারি সেনাকে হত্যা করলো আফগানিস্তানের বিদ্রোহী তালেবান যোদ্ধারা।
প্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্য খালিদ পশতুন বলেন, বুধবার রাতে কান্দাহারের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাতভর গুলির লড়াইয়ে নিহত হয় কমপক্ষে ৪১ জন সেনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলার কথা স্বীকার করলেও হতাহতের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন।
সম্প্রতি আফগানিস্তানে সরকার বিরোধী হামলা জোরদার করেছে দেশটির বিদ্রোহী তালেবান যোদ্ধারা।
গত মঙ্গলবারও গজনী ও পাকতিয়া প্রদেশে হামলা চালিয়ে কমপক্ষে ৫০ পুলিশ সদস্যকে হত্যা করে তালেবানরা। এছাড়া নিহত হয় ২১ বেসামরিক নাগরিক।
(Visited ৬ times, ১ visits today)