রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
দেশের মাটিতে টানা সাফল্য পেয়েছে বাংলাদেশ।। তবে এবারের চ্যালেঞ্জটা খুবই কঠিন।।আর এই চ্যালেঞ্জটা জয়ের জন্য প্রথম ম্যাচটিকেই গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশের হেড কোচ।। হাথুরুসিংহে বলেন,, ‘শুরুটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।। বিশেষ করে মানসিকভাবে এগিয়ে থাকার জন্য।। ছেলেরা যেভাবে অনুশীলন করেছে,, শরীরী ভাষা যা দেখছি,, ওরা বেশ আত্মবিশ্বাসী।। এখন ম্যাচে ব্যাটিং করি বা বোলিং,, দ্রুত খেলাটার লাগাম ধরতে হবে।। আমরা এখন সেটিই করতে চাই।।’ বাংলার মানুষ ও কোচের মত এই আশায় বুক বেধে আছে।।
(Visited ৬ times, ১ visits today)