রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
অনুশীলন শেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন ‘সবকিছু নির্ভর করছে ওর ওপর। দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা ওকেই নিতে হবে। মোস্তাফিজের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আজকেও সে বোলিং করেছে, কিছু ফিল্ডিং করেছে। আরেকবার রিভিউ করতে হবে। তার ওপরই সব নির্ভর করছে।’
কাঁধের চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে আছেন মুস্তাফিজ।।তবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল মোটামুটি ভালই।। এত দিন পর মাঠে ফিরে ৭ ওভার বল করে ২ উইকেট!! কম কিসে??তবে সমস্যা একটাই জোরে থ্রো করায় এখনো স্বচ্ছন্দ নন মোস্তাফিজ।। এখন দেখার বিষয় কাল তাকে দলে রাখা হয় কি না।।ক্রিকেট পাগল বাংগালিরা অবশ্যই বলে দেখতে চাইবে মুস্তাফিজকে।।
(Visited ৭ times, ১ visits today)